নিজস্ব প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার নরসিংহাটি গ্রামে রবিউল ইসলাম নামে এক অসহায় যুবক বাঁচতে চায়। ২বছর আগে ধরা পড়ে কিডনী রোগ। এখন ঢাকার কিডনী হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগন বোর্ড বসিয়ে রবিউলের কিডনী পাল্টাতে পরামর্শ দেন। রবিউলের পিতা একজন সামান্য মাছ ধরা জেলে। তার পিতার পক্ষে এতটাকা খরচ করা সম্ভব নয়। রবিউল এখন বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে।সরকার কিম্বা সমাজের কোন বিত্তবান ব্যাক্তি যদি রবিউলের চিকিৎসার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন তাহলে সে সুস্থ্য হয়ে উঠতে পারে। তাকে সুস্থ্য করে তুলতে অসহায় পিতা,মাতা সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন। রবিউল ইসলাম মাগুরা সদর উপজেলার নরসিংহাটি গ্রামের দিনমজুর রফিকুল ইসলামের ছেলে। ঢাকার ডাক্তরগন বর্তমান রোগীর পরিস্থিতি দেখছেন এবং স্বজনদের কথা শুনে গনমাধ্যম কর্মীদের সহযোগীতা নিতে পরামর্শ দেন। রবিউলের পিতা পেশায় একজন মাছ ধরা জেলে।পাচ শতক জমি আর ভিটেবাড়ি ছাড়া কিছু নাই। এতো টাকা তার পক্ষে জোগাড় করা সম্ভব নয়।তাই রবিউলকে বাঁচাতে ও সুস্থ্য করে তুলতে মাননীয় প্রধান মন্ত্রী,স্থানীয় সংসদ সদস্য,সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়সহ ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। যোগাযোগের ঠিকানা গ্রাম নরসিহাটি সদর মাগুরা বাংলাদেশ ও বিকাশ নম্বার -০১৭৭৭৫১০৯১৭ অথবা ০১৮২৯৫৫৭৬৩৯