মাগুরা প্রতিনিধি॥ মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের বিন্নি গ্রাম থেকে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার রাত্রে এ চুরি সংঘটিত হয়। বড়খড়ি গ্রামের কৃষক হাফিজার মোল্যার গোয়াল থেকে দাম প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা মঙ্গলবার রাত্রে ২টি গরু চুরি হয়। এছাড়া ঐ ইউনিয়নের সত্যপুর,লস্কারপুর,মাঝগ্রাম,ও নওয়াপাড়া থেকে মোট ৮টি গরু চুরি হয়। মঘি ইউনিয়ন আ,লীগ নেতা আব্দুল খালেক বিশ^াস জানান,এলাকায় আবার গরু চোর সিন্ডিকেট এসেছে। দৈনিক সব গ্রামে কমিটি করে পাহারার ব্যবস্থা করতে হবে।নতুবা চোর যেভাবে গরু নেওয়া শুরু করেছে তাতে গরু চোরের হাত থেকে কেউ রক্ষা পাবেনা।পাড়া মহল্লয় এলাকায় মজবুত টিম গঠন করে চোর হতে সাবধান হতে সচেতন হওয়ার আহ্বান জানান।