মাগুরা ব্যুরো অফিস\ মাগুরা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)নির্বাচিত হয়েছেন মোঃ জব্বারুল ইসলাম। তিনি জেলার শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ওসি হিসাবে কর্মরত অফিসার।গত ১১ই ডিসেম্বার রবিবার দুপুরের দিকে জেলা পুলিশ সপিারের কার্যলয়ে আয়োজিত মাসিক অপরাধ সভার মানদন্ডে মূল্যায়নের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ ওসির পুরুষ্কার প্রদান করা হয়।অপর একটি সুত্রে জানায়,ওসি জব্বারুল যেমন নম্র সভাবের মানবিক, তেমনি অপরাধ বিষয়ক যে কোন মাদকের বিরুদ্ধে কোন ছাড় নয়,এটা জনসমাজে মুখে মুখে প্রচলিত আছে। ওসি জাব্বারুল ইসলাম অপরাধ ও তদন্ত মাদক দ্রব্য জব্দ ওয়ারেন্ট নিস্পত্তিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন,মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মোহাম্মাদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড এপস)মো: কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)মো: নাজিম উদ্দিন আল আজাদসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।