• Tue. Apr 30th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা সদর উপজেলার ৭ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়

Bybasicnews

Dec 12, 2022

মাগুরা: মাগুরায় সদর উপজেলার ৭ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বোরো হাইব্রিড ধানের বীজ ও উফশী ধানের বীজ ও সার বিতরণ করা হয়।

সোমবার দুপুরে সদর উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে এ সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা কৃষি অফিস চত্বরে মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মো.রফিকুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, উপজেলার মোট সাড়ে ৭ হাজার কৃষকের মধ্যে সাড়ে ৪ হাজার কৃষককের প্রত্যেককে ১০কেজি করে ডিএপি সার, ১০ করে কেজি এমওপি এবং ৫ কেজি করে  উফশী ধানের বীজ বিতরণ করা হয়।  এছাড়া ৩ হাজার কৃষককের প্রত্যেককে ২ কেজি করে বোরো হাইব্রিড ধানের বীজ  বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *