আকরাম হোসেন ইকরাম,সড়ক বিভাগের বাস্তবায়নে খুলনা সড়ক জোনের আওতাধীন মহাসড়কে বিদ্যমান সরু ও ঝুকিপূর্ণ পুরাতন কংক্রিট / বেইলি সেতুর স্থানে কংক্রিট সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় যশোর (দড়াটানা মোড়) মাগুরা (ভাইনা মোড়)জাতীয় মহাসড়ক (এন৭০২) ৩১তম কিলোমিটারে ১১২.৫৬৬ মিটার দৈঘ্যের আড়পাড়া সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আজ দুপুর দুইটায় সময় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
মাগুরা জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ আশিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আসলাম আলী কাঞ্চন অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুলনা বিভাগীয় সড়ক ও জনপথ বিভাগ, এ্যাড. কামাল হোসেন চেয়ারম্যান শালিখা উপজেলা পরিষদ,ইয়াসমিন মনিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শালিখা, এ্যাডঃ শ্যামল কুমার দে সভাপতি শালিখা উপজেলা আওয়ামীলীগ,আবু হানিফ মুন্সী সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামীলীগ এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে ড.শ্রী বীরেন শিকদার এমপি বলেন, শালিখা উপজেলায় যেখানে সেতু প্রয়োজন সেখানে সেতু হয়েছে। শালিখা ও মহম্মদপুর উপজেলায় কোনো রাস্তা সেতু হতে বাদ নেই। যেখানেই ঝুঁকিপূর্ণ সেতু রয়েছে সেখানেই পুনঃসংষ্কারের কাজ হচ্ছে। আমরা আশাবাদী খুব শীগ্রই মাগুরা টু যশোর ফোর লেনের রাস্তা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আসুন আমরা সবাই দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করি। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা একান্ত প্রয়োজন।