• Fri. May 3rd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় পাসপোর্ট অফিস থেকে ভারতিয় নাগরিককে আটক

Bybasicnews

Mar 15, 2023

 

 

 

মাগুরা : মাগুরায় পাসপোর্ট অফিস থেকে সবিতা রাণি বিশ্বাস নামে এক ভারতিয় নাগরিককে আটক করেছে পুলিশ।

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাটবাহিরগাছি গ্রামের অধীর ঘোষের স্ত্রী সবিতা রাণি বাংলাদেশের নাগরিক হিসেবে পাসপোর্ট তৈরি জন্য রবিবার মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন। যেখানে তিনি মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের শিরিশ চন্দ্র বিশ্বাসের মেয়ে হিসেবে জাতীয় পরিচয় পত্র ও নাগরিকত্বের সনদপত্র উপস্থাপন করেন। কিন্তু উপস্থাপিত কাগজপত্র যাচাই বাছাইকালে সবিতা রাণির ভারতিয় নাগরিকত্বের বিষয়টি জানা গেলে তাকে মাগুরা সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নাসরিন পারভিন নুপূর বলেন, তিনি যথাযথ কাগজপত্র উপস্থাপন করলেও ওই কাগজপত্রের মধ্যে তার নামে ভারত সরকারের দেয়া “আধার কার্ড” পাওয়া যায়। যা ভারতিয় নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত করে। বিধায় তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাব্বারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একই ব্যাক্তির কাছে উভয় দেশের নাগরিকত্বের পরিচয়বাহী কাগজপত্র থাকার বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *