• Tue. Oct 15th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় পুলিশের অভিযানে ৮ ডাকাত গ্রেফতার ও ২০ জন আসামী আটক 

Bybasicnews

Aug 9, 2023

মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর থানাধীন খাজুরা গ্রামস্থ প্রল্লাদ মন্ডলের বাড়ি গত ১৬ জুন রাত ১.২০ টার সময় ডাকাতির ঘটনা ঘটে। প্রল্লাদ মন্ডল বাদী হয়ে মহম্মদপুর থানায় মামলা দায়ের করেন। ডাকাতির ঘটনার পরপরই মাগুরা জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার), শালিখা সার্কেল অফিসার সহ অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দকে ঘটনাস্থল পরিদর্শন করান। পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা উক্ত ডাকাতির রহস্য উদঘাটনে মহম্মদপুর থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন। ক্লুলেস এই ডাকাতির ঘটনা নিরবচ্ছিন্ন তদন্তে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ রাসেল হোসেন এর নেতৃত্বে একটি চৌকশ টিম ডাকাত দলের দলনেতা সহ ৮ জন কে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের কাছ ডাকাতির ঘটনায় খোয়া যাওয়া ২ জোড়া রুপার নুপুর, ১ টি রুপার বাজু, ১ টি রুপার আংটি ও নগদ ৮০০০/- টাকা উদ্ধার করে। উক্ত অভিযানের সরাসরি নেতৃত্ব প্রদান করেন মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) রাসেল হোসেন। মাগুরা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম(বার) সার্বিক দিক নির্দেশনায় ও শালিখা সার্কেল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে উক্ত ডাকাতির ঘটনার মূল রহস্য উৎঘাটন করা সম্ভব হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৮ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে।    এছাড়াও মাগুরা সদর থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত ৪ জন আসামী, সিআর পরোয়ানাভুক্ত ৭ জন আসামী, নন জিআর ৯ জন আসামীসহ মোট ২০ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *