• Thu. May 2nd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরা কাশিনাথপুরে হাজী প্রফেসর আব্দুর রাজ্জাক মোল্লার ইন্তেকাল পৌর গোরস্থানে দাফন

Bybasicnews

Aug 9, 2023

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামের হাজী প্রফেসর আব্দুর রাজ্জাক মোল্লা বার্ধ্যকজনিত কারণে ইন্তেকাল করেছেন। মঙ্গলবার ৮ জুলাই সকাল ৬.২০ টার সময় মাগুরা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। মরহুম হাজী প্রফেসর আব্দুর রাজ্জাক মোল্লার বয়স হয়ে ছিলো ৮১ বছর।  হাজী প্রফেসর আব্দুর রাজ্জাক মোল্লা ছাত্র জীবনে মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি মাগুরা এজি একাডেমি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ হতে এসএসসি পাশ, ঝিনাইদহ কেসি কলেজ হতে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি, বিএসসি ও এসএসসি পাশ করেন। প্রথম কর্মরত জীবন শুরু করেন, বিজ্ঞান বিভাগে সহকারী শিক্ষক হিসেবে হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা মাধ্যমিক বিদ্যালয়ে। এরপর মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে ১৯৭৫ সালে ডেমোন্সেট্রেটর (প্রভাষক) বিজ্ঞান বিভাগে যোগদান করেন। ১৯৯৭/৯৮ সালে সরকারি এমসি কলেজ সিলেট, লক্ষীপুর সরকারি কলেজ এবং শেষ কর্মরত প্রতিষ্ঠান মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ২০০৬ সালে অবসরপ্রাপ্ত হন। তিনি ২০০৭ সালে পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্য সৌদি আরব দেশে গমন করেন। তিনি দীর্ঘ ৪০ বছর সৎ নিষ্ঠা ও সুনামের সাথে এলাকায় সামাজিক দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি ২ পুত্র, ২ কন্যার জনক এবং ১ স্ত্রী আছে। তার বড় পুত্র মোঃ ইলিয়াস হোসেন ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে অর্নাস ও মাস্টার্স ডিগ্রি পাশ। বর্তমানে ইলিয়াস হোসেন বাংলাদেশের স্বনামধন্য এশিয়ান ফুড এন্ড বেভারেজ লিমিটেড কোম্পানির জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। মরহুম হাজী প্রফেসর আব্দুর রাজ্জাক মোল্লার, আসরবাদ জানাযার নামাজ ও দাফন করা হয় কাশিনাথপুর পৌর গোরস্থানে। এসময় জানাযার নামাজে এলাকার মুসল্লী অনুরাগী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আসিফ হোসেন মেলিন মরহুমের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের পরিবারকে শান্তনা ও সুষ্ঠু ভাবে জানাজার নামাজ এবং দাফন কাজের জন্য সার্বিক সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *