• Thu. May 2nd, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় বিএনপির রোড মার্চ

Bybasicnews

Sep 26, 2023

মাগুরা প্রতিনিধি : খুলনা বিভাগের রোড মার্চে খুলনা বিভাগের কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ জেলা ও মাগুরার বিভিন্ন উপজেলা ও জেলার সব ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতা ও কর্মীরা স্বত:স্ফুর্ত ভাবে অংশ গ্রহণ করেছে। সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর সকাল ৯ টার সময় ঝিনাইদহে এই রোড মার্চের উদ্বোধন শেষে দুপুর ১১.৪৫ টার দিকে মাগুরা জেলা সীমানায় প্রবেশ করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে ছেড়ে আসা বিএনপির রোড মার্চে অংশগ্রহণকারী নেতা-কর্মীদের মাগুরার আলমখালি এলাকায় স্বাগত জানান, আলহাজ্ব মনোয়ার হোসেন খান ও স্থানীয় নেতৃবৃন্দগণ। শতাধিক মাইক্রোবাস, ট্রাক এবং হাজার হাজার মোটর সাইকেলের বহরটি দুপুর ১.৩০ টার সময়ে মাগুরা শহরের ভায়নার মোড় অতিক্রম করে। পথে দুপুর ২টার সময়ে মাগুরা-যশোর সড়কের শেখপাড়া এলাকায় মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলি আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন মির্জা আব্বাস। এ সময় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ ভুলু, বিএনপি মনোনীত মাগুরা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অমিত হাসান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত এ সমাবেশ শেষে বিএনপি নেতা কর্মীদের বিশাল রোড মার্চটি খুলনা অভিমুখে রওনা হয়। রোড মার্চের কোথায়ও বড় ধরণের অপ্রিতিকর ঘটনা না ঘটায় সন্তুষ্ট্রি প্রকাশ করেছেন জেলা নেতৃবৃন্দ। তবে জেলার মধ্যে রোড মার্চে অংশ নিতে আসা কিছু পরিবহনে সরকারি দলের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন অন্যান্যরা।  এবিষয়ে মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান সাংবাদিকদের বলেন, কুষ্টিয়া জেলা থেকে রোড মাচ শুরু হয়ে ঝিনাইদহ জেলায় উদ্বোধন শেষে মাগুরা-১ ও মাগুরা-২ আসনের নির্বাচনী এলাকা আলমখালী বাজার, রাউতড়া বাজার, ইছাখাদা বাজার, ইটখোলা বাজার, ভায়নার মোড়, ভিটাশাইর, মঘীর ঢাল ও কাটাখালী বাজার হয়ে শেখপাড়ায় পথসভা অনুষ্ঠিত হবে। এরপর আড়পাড়ায় পথসভা অনুষ্ঠিত হয়ে সীমাখালী হয়ে, যশোর ও নোয়াপাড়া হয়ে খুলনায় গিয়ে পথসভা শেষ হবে। তিনি বলেন ইতিমধ্যেই জাতীয় মহাসড়কের দু’ধারে হাজার হাজার নেতা ও কর্মী এই রোড মার্চের অংশগ্রহণ কারী নারী ও পুরুষকে স্বাগত জানাতে তারা অবস্থান করছে। তিনি আরও বলেন, আলমখালী বাজারে ইতিমধ্যে একদল উচ্ছৃঙ্খল লোকজন বিএনপির পোস্টার ছিড়েছে ও দেশীয় অস্ত্র প্রদর্শন করলে মাগুরা পুলিশ বাহিনীর আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনী বিশেষ দায়িত্ব পালন করেছেন যার জন্য পুলিশ বাহিনীকে অশেষ ধন্যবাদ জানান। তিনি দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে দ্রুত বিদেশ পাঠানোর জন্য বর্তমান সরকারকে ব্যবস্থা নিতে এবং আগামীর সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *