• Sat. May 4th, 2024

Basic News24.com

আমরা সত্য প্রকাশে আপোষহীন

মাগুরায় মুক্ত দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Bybasicnews

Dec 7, 2023

মাগুরায় মুক্ত দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার : যথাযোগ্য মর্যাদায় মাগুরা মুক্তদিবস ২০২৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ৭ ডিসেম্বর সকাল ১০.৩০ টার সময় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরবর্তীতে সকাল ১১টায় জেলা প্রশাসন, মাগুরা এর আয়োজনে নোমানী ময়দানে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং একই সাথে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পতাকাও উত্তোলন করা হয়। পরবর্তীতে, মাগুরা মুক্তদিবস উপলক্ষ্যে নোমানী ময়দানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, মাগুরা পুলিশ সুপার মো: মশিউদ্দৌলা রেজা (পিপিএম বার), সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার এস.এম. আব্দুর রহমান। এছাড়াও মুক্ত দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাগুরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বিভিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের, সাবেক আনসার ও ভিডিপি বাহিনীর জেলা অ্যাডজুট্যান্ট বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ওয়ালিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, জেলা তথ্য অফিসার পাভেল দাস, আনসার ও ভিডিপি বাহিনীর সহকারী জেলা কমান্ড্যান্ট এইচ এম বেলাল, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার, সদর থানা অফিসার ইনচার্জ ওসি সিকান্দার আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ টিপু সুলতান গাজী, টিআই ষষ্ঠী রাণী মজুমদার, টিআই মোঃ টিপু বিশ্বাস, জেলা কারাগারের জেলার নূর মোহাম্মদ মৃধা, মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক সূফী মোঃ রফিকুল ইসলাম সহ প্রমুখ। মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, সকল বীর মুক্তিযোদ্ধারা যারা শহীদ হয়েছেন এবং যারা বেঁচে আছেন এবং নির্যাতিত মা-বোনদের যারা আমাদের ছেড়ে চলে গেছেন ও যারা বেঁচে আছেন সবাইকে স্মরণ করছি শুরুতেই এই দিনে। আজকে ঐতিহাসিক দিন মাগুরার জন্য, ৬ ডিসেম্বর ভারত আমাদেরকে যখন প্রথম স্বীকৃত দিলো তখন ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস। মাগুরা তখন সাব ডিভিশন ছিলো এবং যশোর জেলা সাব ডিভিশন ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *