বিশেষ প্রতিনিধি: সুবির ঘোষ।
আজ ১৭ই নভেম্বর(২০২৫)ইংরেজি রোজ সোমবার মাগুরা পৌর বিএনপির কার্যালয়ে,জেলা,ও থানা,এবং পৌর কৃষক দল এর নবনির্বাচিত,প্রার্থী গনকে,ফুল দিয়ে বরণ করে নিলেন,
জেলা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান,(কিজিল)-জেলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল হক(উৎপল)-জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম,ও উনারা বললেন,দীর্ঘজীবী হও এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করো,তাহলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,তারেক রহমানের হাত শক্তিশালী হবে।
“`নব নির্বাচিত প্রার্থী গন,,,
১.জেলা কৃষক দল এর,যুগ্ন সাধারন সম্পাদক মো: কবির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক লিটন শেখ,সাংগঠনিক সম্পাদক আরমান মোল্লা,আরমান মোল্লা,সহ ক্রীড়া সম্পাদক ইমাম হাসান।
২.সদর থানা কৃষক দল এর,আহবায়ক রিফাতুল ইসলাম রায়হান, সদস্য সচিব মো:দাউদ হোসাইন।
৩.পৌর কৃষক দলের যুগ্ন আহবায়ক মো:ইসলাম হোসেন।
আরও উপস্থিত ছিলেন, ২ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো:উজির আলী মুন্সি, পৌরসভা ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো:শওকত হোসেন,বাঁশি, জেলা কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক মো:কবির হোসেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজু খান,২নং পৌর বিএনপি’র সদস্য সেলিম আর্মি,প্রমুখ।