November 19, 2025, 9:03 pm
শিরোনাম:
মাগুরা ২ আসনে, কাজী সালিমুল হক, কামাল এর মনোনয়নের দাবিতে বিশাল জনসভা। মাগুরা ২ আসনে, কাজী সালিমুল হক, কামাল এর মনোনয়নের দাবিতে বিশাল জনসভা মীরপাড়া মোকামের মোড় এলাকায় ১০ দিন গৃহবন্দী অবস্থায় শামছুন নাহার মাগুরা সিদ্দিকীয়া মাদ্রাসায় ২ হুজুরের পিএইচডি ডিগ্রি অর্জন করায় সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের ফুলেল শুভেচ্ছা মাগুরা ২ আসনে, কাজী সালিমুল হক,কামাল এর মনোনয়নের দাবিতে জনসভা। মাগুরার ইন্দ্রাপাড়া গ্রামে ধানের শীষে ভোট দিন পথসভায় রবিউল ইসলাম নয়ন অঝোরে কাঁদলেন নবনির্বাচিত কৃষক দল এর প্রার্থী গনকে ফুলের সংবর্ধনা,মাগুরায়। কাজী কামাল মনোনয়ন না পাওয়ায় মাগুরা মোহাম্মদপুর ধোয়াইল সড়ক অবরোধ। আন্ডার সঙ্গে ডান্ডার বন্ধন, সর্বনাশের সাত লক্ষণ মুশফিকের নিবেদন ক্রিকেটারদের জন্য উদাহরণ হয়ে থাকার মতো
Notice:

নবনির্বাচিত কৃষক দল এর প্রার্থী গনকে ফুলের সংবর্ধনা,মাগুরায়।

Reporter Name

বিশেষ প্রতিনিধি: সুবির ঘোষ।

আজ ১৭ই নভেম্বর(২০২৫)ইংরেজি রোজ সোমবার মাগুরা পৌর বিএনপির কার্যালয়ে,জেলা,ও থানা,এবং পৌর কৃষক দল এর নবনির্বাচিত,প্রার্থী গনকে,ফুল দিয়ে বরণ করে নিলেন,
জেলা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান,(কিজিল)-জেলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল হক(উৎপল)-জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম,ও উনারা বললেন,দীর্ঘজীবী হও এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করো,তাহলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,তারেক রহমানের হাত শক্তিশালী হবে।

“`নব নির্বাচিত প্রার্থী গন,,,

১.জেলা কৃষক দল এর,যুগ্ন সাধারন সম্পাদক মো: কবির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক লিটন শেখ,সাংগঠনিক সম্পাদক আরমান মোল্লা,আরমান মোল্লা,সহ ক্রীড়া সম্পাদক ইমাম হাসান।
২.সদর থানা কৃষক দল এর,আহবায়ক রিফাতুল ইসলাম রায়হান, সদস্য সচিব মো:দাউদ হোসাইন।
৩.পৌর কৃষক দলের যুগ্ন আহবায়ক মো:ইসলাম হোসেন।

আরও উপস্থিত ছিলেন, ২ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো:উজির আলী মুন্সি, পৌরসভা ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো:শওকত হোসেন,বাঁশি, জেলা কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক মো:কবির হোসেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজু খান,২নং পৌর বিএনপি’র সদস্য সেলিম আর্মি,প্রমুখ।



Basic News24